চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর (ইউএনবি)- স্কুল-কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার সময় চট্টগ্রাম মহানগরীর কয়েকটি স্কুল-কলেজের ২৬ ছাত্র-ছাত্রী পুলিশের হাতে ধরা পড়েছেন।
পরে থানা থেকে মুচলেকা দিয়ে সন্তানদের ছাড়িয়ে নেন অভিভাবকরা।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সিআরবি এলাকায় অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ১৬ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী।
আটক ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের খোঁজ-খবর রাখা এবং তাদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন কোতয়ালী থানার ওসি মো. মহসীন। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ মহসিন বলেন, সিআরবি এলাকায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা আড্ডা দেয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৬ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের অভিভাবকদের ডেকে থানায় এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।