খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পরশুরামঘাট আর্মি ক্যাম্পের কবুতরছড়া মোড় এলাকায় এর আয়োজন করা হয়।
এ সময় প্রায় ছয়শত পাহাড়ি, বাঙ্গালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এছাড়া, শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ে পাঁচটি সিলিং ফ্যান, মাটিরাঙ্গা প্রেস ক্লাবে ১০ হাজার টাকা ও অস্বচ্ছল পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান ও উপঅধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন।