মঙ্গলবার রাতে উপজেলা বাজারের মাছ বিক্রির স্থান থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগ খুলনার বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ সময় নিরাপদ সরকার নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, নিরাপদ সরকার ওই বাজারে মুরগির ব্যবসার আড়ালে বিভিন্ন জায়গা থেকে কচ্ছপগুলো এনে চুরি করে বিক্রি করতেন। তার বাড়ি উপজেলার হেতালবুনিয়া গ্রামে।
ঠাকুরগাঁওয়ে এক মণ ওজনের কচ্ছপ উদ্ধার
খুলনার বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বণ্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে নিরাপদ সরকারের কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। এই প্রজাতির কচ্ছপ শিকার, সংরক্ষণ ও বিক্রয় করা বণ্যপ্রাণী আইনে সম্পূর্ণ নিষেধ।
তিনি আরও জানান, সাধারণত বিল, হাওড়, বাওড় ও ছোট জলাশয়ে এই প্রজাতির কচ্ছপের বসবাস। মুনাফার আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সেগুলো শিকার করে বিক্রি করেন। এ কারণে ধীরে ধীরে কচ্ছপের ওই প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
সুন্দরবনে ২১টি ডিম দিয়েছে বিরল প্রজাতির কচ্ছপ
নিরাপদ সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানে বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীও অংশ নেন।
কচ্ছপগুলো বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে কোনো সুবিধাজনক স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সুন্দরবনে ৩৫টি ডিম দিয়েছে ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ