কচ্ছপ
মনপুরায় ৪০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার
ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা অবস্থায় ৪০ কেজি ওজনের আরও অলিভ রিডল সি (জলপাই রঙা) বিরল প্রজাতির একটি জীবন্ত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে গত ১৮ দিনের ব্যবধানে একই প্রজাতির ৪০ কেজি ওজনের মোট দুইটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করে বন বিভাগ।
আরও পড়ুন: বরগুনায় ‘জিপিএস ট্র্যাকার’ সহ কচ্ছপ উদ্ধার
শুক্রবার দুপুরে সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচা কোড়ালিয়া বিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
পরে বিকালে ৪টায় মনপুরা দখিনা হাওয়া সমুদ্রসৈকতসংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: যেমন আছে বোস্তামীর কচ্ছপেরা
১০ মাস আগে
করমজল পর্যটন কেন্দ্র: প্রজনন হচ্ছে লবণ পানির কুমির ও ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানির কুমির আর বিরল প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’ জন্ম নিচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। তাছাড়া করমজলে ভ্রমণে গিয়ে দেশি-বিদেশি পর্যটকরা এসব বন্যপ্রাণী দেখে অনেক খুশি। বিশেষ করে শিশুরা কুমির ও কচ্ছপ ছানা দেখে বেশি উচ্ছ্বসিত।
সোমবার দুপুরেও প্রজনন কেন্দ্রের ডিজিটাল ইনকিউবেটর থেকে কুমিরের ছানা ফুটেছে। ছানা ফুটাতে কুমিরের ৩৮টি ডিম ৮২ দিন ইনকিউবেটরে রেখে নিবিড় পরিচর্যা করে বন বিভাগ। প্রজনন কেন্দ্রের চৌবাচ্চায় রেখে কুমিরের বাচ্চাগুলোকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। এবার বন বিভাগ কুমিরের ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটাতে সফল হয়েছে এবং পুকুরে বিরল প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা প্রজনন হচ্ছে।
জানা গেছে, সরকার ২০০০ সালে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল পর্যটন কেন্দ্রে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র গড়ে তোলে। লবণ পানির কুমির এবং বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপ এই কেন্দ্রে প্রজনন হয়। ২০০৫ সাল থেকে রোমিও-জুলিয়েট কুমির জুটি দিয়ে প্রজনন শুরু হয়। এরপর ওই প্রজনন কেন্দ্রে পিলপিল-আলেকজান্ডার যুক্ত হয়। বর্তমানে রোমিও এবং জুলিয়েট প্রজনন ক্ষমতা হারিয়েছে বলে বন বিভাগ জানায়। আর ২০১৪ সালে বিরল প্রজাতির আটটি বাটাগুর কচ্ছপ নিয়ে কচ্ছপ প্রজনন শুরু করে বন বিভাগ।
পড়ুন: পাটের দাম নিয়ে হতাশ চাষিরা
বন বিভাগের তথ্য মতে, ২০০৫ থেকে ২০২২ সালের ১ জুন পর্যন্ত প্রজনন কেন্দ্রে কুমির এক হাজার ১৫০টি ডিম দিয়েছে। এর মধ্যে ৫০৭টি ডিম থেকে ছানা ফুটে বের হয়। বর্তমানে প্রজনন কেন্দ্রে এক থেকে ৪০ বছর বয়সের ১২৯টি কুমির রয়েছে। এই পর্যন্ত জন্ম নেয়া ২০৬টি কুমির সুন্দরবনের নদী-খালে অবমুক্ত করা হয়েছে। এছাড়া ২০১৭ সাল থেকে এই পর্যন্ত কচ্ছপে ৩২৭টি ডিম পাড়ে এবং ২৭৪টি কচ্ছপের ছানা ফোটে। বর্তমানে কেন্দ্রে ৪৩২টি কচ্ছপ রয়েছে।
সূত্র মতে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন বছরে জুলিয়েট এবং পিলপিল দুটি কুমির প্রজনন কেন্দ্রে ১৬৪টি ডিম পাড়ে। কিন্তু বন বিভাগ ডিমগুলো থেকে একটি ছানাও ফোটাতে পারেনি। আর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কুমিরের চারটি ডিম থেকে বাচ্চা ফোটে। ২০২১ সালে প্রজনন কেন্দ্রে কুমিরে একটি ডিমও পাড়েনি।
পড়ুন: চা শ্রমিকদের মজুরি ২০১৯ সালেই বৃদ্ধি করা উচিৎ ছিল: গবেষক আশ্রাফুল
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, চলতি বছর ২২ জুন প্রজনন কেন্দ্রের কুমির পিলপিল ৩৮টি ডিম পাড়ে এবং ডিজিটাল ইনকিউবেটরে রাখা হয়। ৮২ দিন পর সবগুলো থেকেই বাচ্চা ফুটেছে। প্রজনন কেন্দ্রে চৌবাচ্চায় কুমিরের ছানাগুলো লালন পালন করে বড় করে তোলা হবে। সেখানে বিভিন্ন সাইজের ১৬টি চৌবাচ্চা রয়েছে। ৬ থেকে ৭ বছর চৌবাচ্চায় কুমির থাকবে। পরবর্তীতে সুন্দরবনের নদী-খালে এই কুমির অবমুক্ত করা হবে।
এই পর্যন্ত করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম নেয়া ২০৬টি কুমির সুন্দরবনের নদী ও খালে অবমুক্ত করা হয় বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তার তথ্য মতে, বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের জীবনচারণ, প্রজনন ও সংখ্যা নির্ধারণসহ নানা বিষয়ে জানতে করমজল থেকে গত ২০১৭ সালে জিপিএস ট্রান্সমিটার স্যাটেলাইটযুক্ত দুটি, ২০১৮ সালে পাঁচটি এবং ২০১৯ সালে পাঁচটি কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন নদী-খালে ছাড়া হয়। স্যাটেলাইটযুক্ত ১২টি কচ্ছপের মধ্যে ২০১৮ সালে একটি বরিশালে গিয়ে মারা যায়, দুটি ভারতে বিচরণ করছিল, দুটি বিভিন্ন নদী-খালে কয়েশত কিলোমিটার বিচরণ করার পর জেলেদের জালে ধরা পড়ে। পরবর্তীতে জেলেদের কাছ থেকে উদ্ধার করে কচ্ছপ দুটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুরে রাখা হয়।
বাকি কচ্ছপগুলোর বর্তমান অবস্থান তারা জানে না। তবে জিপিএস ট্রান্সমিটার স্যাটেলাইটের মাধ্যমে ওই কচ্ছপের বিচরণের সময় বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অস্ট্রিয়া ভিয়েনাজু, টিএসএ, প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগ সুন্দরবনের করমজলে বাটাগুর বাসকা নামে ওই প্রকল্প বাস্তবায়ন করছে বলে তিনি জানান।
আরও পড়ুন: বাগেরহাটে ধরা পড়ছে না ইলিশ, হতাশ জেলেরা
বন বিভাগের তথ্য মতে, দক্ষিণ এশিয়ায় বর্তমানে ২১ প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। সমুদ্রে পাঁচ প্রজাতির কচ্ছপের বাস। সারা বিশ্বে ৩০০ প্রজাতির কচ্ছপ আছে। প্রকার ভেদে একটি কচ্ছপের গড় আয়ু ২০০ থেকে প্রায় ৩০০ বছর।
বিভিন্ন সময় সুন্দরবনের করমজলে ভ্রমণে যাওয়া নানা বয়সের নারী-পুরুষ পর্যটকরা জানান, প্রাকৃতিভাবে গড়ে উঠা সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য তাদেরকে মুগ্ধ করে। বিশেষ করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে গিয়ে কুমির এবং কচ্ছপ দেখে তারা বেশি আনন্দ পায়। আর সে কারণের ছেলে মেয়েদের নিয়ে তারা প্রায় প্রতিবছর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঘুরতে আসেন।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দাদনচক মাঠ এলাকা থেকে ৯ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ৯ লাখ টাকার ৬ কেজি ওজনের কচ্ছপের হাড়গুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে চৌকা বিওপির নায়েক নূর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোমবার রাত দেড়টার দিকে দাদনচক মাঠ এলাকায় তিনজন চোরাকারবারীকে দেখে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৬ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। যার মুল্য ৯ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এ ব্যাপরে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:বরগুনায় ‘জিপিএস ট্র্যাকার’ সহ কচ্ছপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার
২ বছর আগে
বরগুনায় ‘জিপিএস ট্র্যাকার’ সহ কচ্ছপ উদ্ধার
বরগুনা সদর উপজেলার চালিতাতলীর পায়রা নদী থেকে বড় আকৃতির একটি কচ্ছপ স্থানীয় জেলেদের জালে আটকা পড়েছে। কচ্ছপটির পিঠে বসানো রয়েছে ‘জিপিএস ট্র্যাকার’ (অবস্থান নির্ণায়ক যন্ত্র)।
শনিবার বিকালে চালিতাতলী এলাকায় কচ্ছপটি আটকা পড়ে।
জেলে শাহিন বলেন, নদীতে ইলিশ ধরার সময় জালে কচ্ছপটি আটকা পড়ে। পিঠে বসানো যন্ত্রটি দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরে খবর পেয়ে শত শত লোক দেখতে আসে। গ্রামের মানুষ দেখেও আতঙ্কিত হয়। পরে বন কর্মকর্তাদের খবর দিয়ে কচ্ছপটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
বরগুনা সদর উপজেলার বন কর্মকর্তা মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ প্রকাশ্যে বিক্রি, বিলুপ্তির আশঙ্কা
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলার ভোলাহাট উজেলার সীমান্তবর্তী চামুষা মাঠ এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে আটক ৭: বিজিবি
শুক্রবার বিকালে ৫৯ বিজিবি বাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলার ভোলাহাট উজেলার সীমান্তবর্তী চামুষা মাঠ এলাকায় অভিযান চালায়।এসময় মালিকবিহীন অবস্থায় ৩৮ কেজি কচ্ছপের হাড় জব্দ করা হয়।
আরও পড়ুন: ভারত থেকে ৫ বাংলাদেশিকে ফেরাতে ব্যর্থ বিজিবি
এর আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। এ বাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২ বছর আগে
ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার
ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
গত রবিবার জেলার অম্বিকাপুরের বিশ্বাস ডাংগী এলাকায় বন্যার পানি থেকে কচ্ছপটি পাওয়া যায় বলে জানা গেছে। ওইদিন দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুরের বিশ্বাস ডাংগী এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। তার জালে এ কচ্ছপটি ধরা পড়ে।
আরও পড়ুন: চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।
ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী জানান, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি ও ব্যাসার্ধ ৮ ইঞ্চির মতো। ওই কচ্ছপটির খবর খুলনার বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বাঘ আতঙ্ক শেষে পঞ্চগড়ে বনবিড়াল আটক
এদিকে খবর পেয়ে ফরিদপুর বন বিভাগের অফিসে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের বন্য প্রাণী শাখার এক শিক্ষার্থী আশিকুর রহমান শমী। তিনি জানান, এটি সুন্ধী জাতীয় কচ্ছপ হলেও এই প্রজাতির হলুদ বর্ণের কচ্ছপ সাধারণত দেখা যায়না। তিনি জানান, সুন্ধি জাতীয় কচ্ছপ মেটে ও ধুসর রঙের হয়। এটির ক্ষেত্রে জ্বিনগত পরিবর্তন কিংবা অন্য কারণে হলুদ রং হয়ে থাকতে পারে।
৩ বছর আগে
কচ্ছপকে খাবার দিতে গিয়ে নিজেই খাবার হলো শিশু
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে এক শিশুর মাথার খুলি ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। মাজারের পুকুরে রক্ষিত কচ্ছপকে (কাছিম) মানতের উদ্দেশ্যে খাবার দিতে গিয়ে সে নিজেই কচ্ছপের খাবার হয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই পুকুর থেকে পুলিশ শিশুর লাশের খণ্ডিত পায়ের হাঁড় ও মাথার খুলি উদ্ধার করেছে। ৮/৯ বছর বয়সী নুরুল আলম নামে শিশুটি মাছ ও কচ্ছপকে খাবার দিতে গিয়ে সোমবার দুপুরে পুকুরে পড়ে যায় বলে ধারণা করছে স্থানীয়রা।
আরও পড়ুন: সুন্দরবনে ৩৫টি ডিম দিয়েছে ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ
পুলিশ জানায়, নূর আলমের বাড়ি সিলেটের হবিগঞ্জে। মা-বাবার সঙ্গে মাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকত সে। সোমবার কোথাও খুঁজে না পেয়ে রাতে তার মা বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। মাথার খুলি ও পা উদ্ধারের পর শিশুটির মা পরিচয় শনাক্ত করে এবং মাজারের সিসি ক্যামেরা দেখে পুলিশও বিষয়টি নিশ্চিত হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর জানান, বায়োজিদ বোস্তামির পুকুরে পাওয়া হাঁড়গোড় নিখোঁজ শিশুর বলে তার মা শনাক্ত করেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক মণ ওজনের কচ্ছপ উদ্ধার
ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাজার কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে পুলিশ মাজারের পুকুর থেকে একটি মাথার খুলি উদ্ধার করে। এরপর রাতে দুটি পা উদ্ধার করা হয়।
পা দুইটির মধ্যে বাম পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাংস ছিল। আর ডান পায়ের শুধু পাতায় মাংস ছিল বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার।
আরও পড়ুন: সুন্দরবনে ২১টি ডিম দিয়েছে বিরল প্রজাতির কচ্ছপ
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। সন্ধ্যায় পুকুরের কচ্ছপ প্রজনন কেন্দ্রের লোকজন ডিম খুঁজতে গিয়ে দুই পায়ের সন্ধান পায়। পুকুরের বড়বড় কচ্ছপগুলো পা দুটো নিয়ে টানাটানি করছিল।
স্থানীয়রা জানান, লকডাউনে মাজারে লোক সমাগম ছিল না। সোমবার দুপুর ১টার দিকে পুকুরের ঘাটে মাছ ও কচ্ছপকে খাবার দেয়ার সময় নুরুল আলম নামে এক শিশু পা পিছলে পড়ে গেলেও কেউ টের পায়নি। খুলি ও পা উদ্ধারের পর মাজারের সিসি ক্যামেরায় শিশুটির পুকুরে পড়ে যাওয়ার ভিডিও দেখা গেছে।
মাজারের খাদেমদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মাজারের এ পুকুরে গজার, পাঙ্গাসসহ বেশ কিছু রাক্ষুসে মাছ ও বড় বড় কচ্ছপ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা লোকজন (বিশেষ করে মহিলারা) মানতের উদ্দেশে পুকুরে বিদ্যমান বড় বড় কচ্ছপকে (স্থানীয়ভাবে তাদের বলা হয় গজারি মাজারী) মুড়ি, পাউরুটি, বিস্কুট খেতে দেয়।
৩ বছর আগে
খুলনায় ৫৩টি সাউন্দি কচ্ছপ উদ্ধার
খুলনার বটিয়াঘাটা থেকে ৫৩টি সাউন্দি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে এক মণ ওজনের কচ্ছপ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে প্রায় এক মণ ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
শরীয়তপুরে ১৫০ কচ্ছপ জব্দ করে নদীতে অবমুক্ত
শরীয়তপুরে বিপুল পরিমাণ কচ্ছপ জব্দ করে কীর্তিনাশা নদীতে অবমুক্ত করা হয়েছে।
৪ বছর আগে