ছয়টি চিনিকল বন্ধের পর রাষ্ট্রায়ত্ত চিনিকল নিয়ে অসন্তোষের মাঝেই একযোগে নাটোরে দুটি চিনিকল খুলে দেয়া হয়েছে।
শুক্রবার বিকালে ডোঙ্গায় আখ ফেলে লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলের চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
আরও পড়ুন: চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নাটোরে শ্রমিকদের বিক্ষোভ
বন্ধ ঘোষিত পাবনা সুগার মিলের ৩২ হাজার মেট্রিক টন আখসহ ২ লাখ ১৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের টার্গেট করেছে মিল কর্তৃপক্ষ।
অন্যদিকে, একই সময় জেলা সদরে অবস্থিত নাটোর চিনিকলের মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
নাটোর চিনিকলে এক লাখ ৩২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ৯২০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে উভয় মিলের শ্রমিক কর্মচারীরা গত ৬ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছে না। এ নিয়েও চলছে আন্দোলন। এর মধ্যেই খুলে দেয়া হলো মিল দুটি।