শুক্রবার বরিশাল সিটি করপোরেশনের ফেসবুক পেজের মাধ্যমে বাজেট ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ফেসবুকে পাওয়া বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাক্ষরিত ওই বাজেট কপিতে গুরুত্বপূর্ণ কয়েকটি খাতের বাজেট উল্লেখ করা হয়। এর মধ্যে রাস্তা, ড্রেন ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ/উন্নয়ন এবং বিভিন্ন স্থানে সৌন্দর্য্যবর্ধন কাজের জন্য ১৭০ কোটি ৫ লাখ টাকা, রাস্তা, ড্রেন ও অন্যান্য অবকাঠামো পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য ২০ কোটি ৫০ লাখ টাকা, ব্রিজ কালভার্টের জন্য ৫ কোটি টাকা, শহর রক্ষা বাঁধের জন্য ১০ কোটি টাকা, খাল সংরক্ষণ খাতে ৫০ কোটি টাকা এবং পরিবেশ উন্নয়ন ও অন্যান্য খাতে ১ কোটি ৩০ লাখ টাকা।
এছাড়াও এবারে ঘোষিত বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, কল্যাণমূলক ব্যয়, ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজকল্যাণ মূলক কার্যক্রম, আইসিটি খাত, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং পানি সরবরাহ ও বিদ্যুত বিভাগে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরের জন্য ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা বাজেট ঘোষণা করেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সেটি ছিলে তার প্রথম বাজেট ঘোষণা। তবে এবারে গতবছরের তুলনায় ১২০ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৯২ টাকা কম বাজেট ঘোষণা করা হয়েছে।
২০২০-২১ অর্থবছরের ঘোষিত বাজেটে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে নতুন নগর ভবন নির্মাণসহ অনেক কিছু উল্লেখ করা হয়।
তবে ২০১৯-২০ অর্থবছরে ৫৪৮ কোটি টাকার বাজেট ঘোষিত হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি বলে নগরবাসী অভিযোগ করেছেন।
এর মধ্যে এবারে গণমাধ্যম কর্মী ছাড়াই গোপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাজেট ঘোষিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নগরবাসীর মাঝে।
বরিশাল সিটি করপোরেশনের পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাস জানান, ফেসবুকের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়েছে।
তবে কেন ফেসবুকের মাধ্যমে দেয়া হলো তার সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা।