বরিশাল সিটি করপোরেশন
বরিশালে এক বছর সাজাভোগের পর মুক্তি পেল ৯টি ছাগল!
বরিশাল নগরীর মুসলিম কবরস্থানে ঘাস ও পাতা খাওয়ার অভিযোগে প্রায় এক বছর বরিশাল সিটি করপোরেশনের খোঁয়াড়ে (গবাদিপশু আটকে রাখার জায়গা) আটকে রাখা হয়েছিল ৯টি ছাগল।
সিটি মেয়রের নির্দেশনায় শুক্রবার মুক্তি পেয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরে গেছে ছাগলগুলো। এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর সিটি করপোরেশন ছাগলগুলোকে আটক করে।
আরও পড়ুন: ছাতকে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক
জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এই অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।
এ বিষয়ে ছাগলের মালিক রাজিব নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন। রাজিবের আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় করপোরেশন কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিকের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তরকালে করপোরেশনের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাগলবাহী ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
চুয়াডাঙ্গায় ট্রাকভর্তি আর্জেন্টিনা সমর্থক থানা হেফাজতে, ভুরিভোজের গরু-ছাগল চুরির অভিযোগ!
১ বছর আগে
বরিশালে ২ মামলা, প্রধান আসামি মেয়র
বরিশাল সদরে ইউএনওর বাসায় হামলার ঘটনায় ইউএনও ও পুলিশের দায়ের করা দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। এছাড়া মামলাগুলোতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
সরকারি কাজে বাধা প্রদান ও হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুলি করার অপরাধে পুলিশের দায়ের করা মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক (এসআই) শাহজালাল মল্লিক। অপর মামলার বাদী বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান।
আরও পড়ুন: বরিশালে নামছে ১০ প্লাটুন বিজিবি
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না, বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, মহানগর ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাত, রইজ আহম্মেদ মান্না প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার রাত ১১টার পর বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলার চেষ্টাকে কেন্দ্র করে আনসার সদস্যদের গুলি ও পুলিশের সাথে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আঘাতপ্রাপ্ত হয়েছেন।
আরও পড়ুন: বরিশালে ইউএনও’র ওপর হামলা: আ’লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ১৩
বরিশালে ইউএনও’র বাসায় হামলার ঘটনায় দুই মামলা
৩ বছর আগে
বরিশালে নামছে ১০ প্লাটুন বিজিবি
বরিশালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ১০ প্লাটুন বিজিবি ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। তিনি বলেন, খুব দ্রুত বরিশালে বিজিবি আসবে এবং তাদের মোতায়ন করা হবে। আশপাশের জেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসার সম্ভাবনা রয়েছে। এরা সকলেই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত হবেন।
বরিশালে বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ ও বাস চলাচল বন্ধ কর দেয়া হয়েছিল, সড়কের উপর বাস আড়াআড়ি করে রেখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। লঞ্চ চলাচলও একইভাবে বন্ধ ছিল। এই অবস্থায় দুর্ভোগে পরেন সাধারণ মানুষ। সাত ঘন্টা পর বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার রাতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যানার অপসারণে নামে কর্মীরা। সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে গেলে ইউএনও এর বাসভবনের সামনে নিরাপত্তারক্ষীদের সাথে তর্কাতর্কি হয়। পরিস্থিতি খারাপ হলে গুলি করে নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অর্ধশত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আহত হয়।
আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় এবং দুর্ঘটনা এড়াতে বিজিবি মোতায়নের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
আরও পড়ুন: বরিশালে ইউএনও’র বাসায় হামলার ঘটনায় দুই মামলা
বরিশালে ইউএনও’র ওপর হামলা, গুলিবিদ্ধ ৫
৩ বছর আগে
বরিশালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সর্ববৃহৎ ম্যুরাল উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
৪ বছর আগে
গত অর্থবছরের চেয়ে কম বাজেট ঘোষণা বরিশাল সিটি করপোরেশনের
গণমাধ্যমকর্মী ছাড়াই বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থবছরে ৪২৭ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৩৪৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
৪ বছর আগে