মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র, গুলি, কৃষকদের জন্য প্রণোদনার বিপুল পরিমাণ বীজ, সার, কীটনাশক ও কম্বল জব্দ করা হয়েছে। এ সময় ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে আটক করেছে যৌথ বাহিনী।
আটক আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সদস্য (মেম্বর) ও লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের আক্কাছ আলীর ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টা থেকে রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত টুটুল মেম্বরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে সেনা সদস্য ও র্যাব-১২।
র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন সেন্টার-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আরও পড়ুন: রাঙামাটিতে ২ ভারতীয়সহ আটক ৭
তিনি জানান, আজমাইন হোসেন টুটুল মেম্বরের বাড়িতে অস্ত্র ও সরকারি বিভিন্ন মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার কাছ থেকে একটি নাইন সুট্যারগান,দুই রাউন্ড গুলি,দেশীয় চারটি ধারালো হাসুয়া, কৃষি অধিদপ্তরের আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দ করা ৪৫ প্যাকেট সরিষা বীজ, ৯ প্যাকেট মাস কলাই বীজ, ১৫ বস্তা টিএসপি,ডিএপি ও পটাশ সার, ত্রাণের ২০টি কম্বল, মহিলাবিষয়ক অধিদপ্তরের বরাদ্দ দেওয়া হতদরিদ্র নারীদের দুইটি সেলাই মেশিন, পুষ্টি কর্মসূচির আওতায় শিশুদের জন্য বরাদ্দ করা ২০ কেজি চাউল ও দুইটি চাউল রাখার ড্রাম জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, টুটুলকে গাংনী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।