এছাড়া অপহরণের ঘটনায় জড়িত থাকায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শশধরপটি গ্রামের হৃদয় মাহমুদ ও তার স্ত্রী সোনালী আক্তার।
বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে শিশু রিভা মনিকে তার মা লাইজু বেগম পাশের ঘরের ভাড়াটিয়া সোনালি আক্তারের কাছে রেখে গোসল করতে যান। কিন্তু ফিরে এসে সোনালি আক্তার ও তার শিশুকে কোথাও খুঁজে পাননি লাইজু।
পরে এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করলে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আল মামুন একটি বিশেষ দল গঠন করে তথ্য প্রযুক্তির সাহ্যয্যে রিভা মনিকে উদ্ধার করে এবং অপহরণকারী ওই দম্পত্তিকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দম্পতি পরিকল্পিতভাবে বাসা ভাড়া নিয়ে শিশুটির পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে এবং সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর নিজেদের বাসাবাড়ি বা আত্মীয়স্বজনের কাছে না গিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে একটি ভাড়া বাসায় গিয়ে ওঠে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, এক যুগেও কোনো সন্তান না হওয়ায় হতাশা থেকে রিভা মনিকে অপহরণ করার কথা পুলিশকে জানিয়েছে ওই দম্পতি।
তবে ঘটনাটি আরও গভীরভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।