কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা উত্তর পাড়া এলাকার গাজী মোহাম্মদ মিজানুর রহমান ছেলে মো. মারুফ বিল্লাহ (২০), একই উপজেলার চরছোনগাছা এলাকার আবুল কাশেম ছেলে মো. মোতালেব হোসেন (২৫)।
র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) কয়েকজন সক্রিয় সদস্যরা খ্রিস্টানদের বড়দিন এবং আগামী ৩১ ডিসেম্বর রাতে নাশকতা সৃষ্টির উদ্দেশে একত্রিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, একটি ট্যাব উদ্ধারের দাবি করেন তিনি।
ওই কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার ভোরে গাজীপুর মহানগরের ফাতেমা নামে নারী মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাজাসহ আটক করা হয়েছে।