গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার উলপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আরও পড়ুন: গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ডিবি পুলিশের একটি দল উলপুরে অভিযান চালিয়ে কামরুল হাসানকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি আরও জানান, আজ (মঙ্গলবার) কামরুল হাসানকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।