আ.লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জে ডিবির অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার উলপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আরও পড়ুন: গোপালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ডিবি পুলিশের একটি দল উলপুরে অভিযান চালিয়ে কামরুল হাসানকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি আরও জানান, আজ (মঙ্গলবার) কামরুল হাসানকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
২২২ দিন আগে
খাগড়াছড়িতে ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের অভিযোগে আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের অভিযোগে খাগড়াছড়িতে এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ, পরে সদর থানায় হস্তান্তর করা হয়।
আসামিরা হলেন—খাগড়াছড়ি শহরের ব্যবসায়ী এস.এস. ট্রেডার্সের মালিক শিব শংকর দেব ও ঠিকাদার আবুল কালাম আজাদ। তাদের মধ্যে আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও শিব শংকর এখনও থানায় পুলিশি হেফাজতে আছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।
আরও পড়ুন: বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিব শংকর দেবের বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে প্রায় ৩০ লাখ টাকা ফান্ড সংগ্রহের গোয়েন্দা তথ্য ছিল।
‘ফান্ড সংগ্রহের তথ্য পাওয়ার পরই শিব শংকর ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, শিব শংকর দেবকে সরকারি মহিলা কলেজ এলাকার একটি বাসা থেকে আর আজাদকে তার কলেজ গেইটের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য দলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর তিনি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে ভার্চ্যুয়াল সভা করে ফান্ড সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
৩২৮ দিন আগে