এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৩৩০ জনে। গত একদিনে করোনায় মারা গেছে আরও তিনজন। এনিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা ২২০ জন।
বৃহস্পতিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস জানায়, নতুন ৩৯৯ জনের মধ্যে ২৬৮ জনেরই করোনা শনাক্ত হয়েছে ঢাকার ল্যাবে, চট্টগ্রামের সরকারি চারটি ও বেসরকারি একটি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাবের পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে ১৪০ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ছয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ছয়জনের নমুনা পরীক্ষায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।