দণ্ডপ্রাপ্ত আলী আকবর ইকবাল নগরীর বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজি ইকবালের ছেলে।
আরও পড়ুন: ফেনীতে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ
অভিযুক্ত অপর আসামি আলী আকবরের সহযোগী হাসান আলী জিসানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরিজ বোমা হামলা: সাতক্ষীরায় ১৭ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নেতা আহত
উল্লেখ্য, ২০২০ সালের ৯ ডিসেম্বর বিকালে পতেঙ্গায় আউটার রিং রোডে রেসিং করে উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের ওপর হামলা করেন আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও তার সহযোগী হাসান আলী জিসান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। বিচারক জহির হোসেনের ড্রাইভার রাজু শেখ বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয় তাদের। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।