মৃতরা হলো- পশ্চিম গোমদন্ডি এলাকার শ্রমিক লীগ নেতা মো. সেলিম প্রকাশ টেম্পু সেলিমের দ্বিতীয় স্ত্রী মোছাম্মদ সারমিন আক্তার (২৭) ও তার দেড় বছরের শিশু কন্যা তাছলিমা।
এলাকাবাসীর ধারণা সারমিন আক্তার ও তাছলিমাকে হত্যা করে তাদের লাশ ঘরের ভেতর রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে টেম্পু সেলিম পলাতক বলে জানায় পুলিশ।
টেম্পু সেলিম পেশায় টেম্পু চালক। তিনি চট্টগ্রাম জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (শ্রমিক লীগের অন্তর্ভুক্ত) বোয়ালখালীর সাবেক সাধারণ সম্পাদক।
এদিকে ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানার ওসিসহ পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, বিকাল ৫টার দিকে পূর্ব গোমদন্ডির হাজির হাট মাহবুব আলমের বিল্ডিং থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে মেয়েকে হত্যা করে মা আত্মহত্যা করেছে।