ফরিদপুরের চরভদ্রাসনের বিভিন্ন নালা ও নদ-নদী থেকে ছয়টি চায়না দুয়ারী (মাছ ধরার ফাদ) ও ১১টি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়েছে।
চরভদ্রাসনে মৎস্য সম্পদ রক্ষায় বুধবার বিকালে স্থানীয় লোহারটেক কোলের বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর।
আরও পড়ুন: বাড়ছে পানি, ফরিদপুরে নদী ভাঙন শুরু
উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করি। এসময় ১১টি আড়াআড়ি বাঁধ, ৬টি চায়না দুয়ারী ও একটি ভ্যাসাল জাল অপসারণ ও বিনষ্ট করা হয়।
তিনি বলেন, উপজেলার সদর ইউনিয়নের নজুর দোকান হতে শুরু করে সর্দারবাড়ি পর্যন্ত লোহারটেক কোলের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ৩ পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু
মাহমুদুল হাসান বলেন, ‘পদ্মা নদীতে জোয়ারের পানি বৃদ্ধির সাথে সাথে লোহারটেক কোলসহ বিভিন্ন খালে দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ এসে ডিম ছাড়ে। কিন্তু উপজেলার একশ্রোণির লোভী অসাধু মাছ শিকারিরা কোলের বিভিন্ন স্থানে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ, ৭০ থেকে ৮০ ফুট দৈর্ঘ্যের চায়না দুয়ারী ও ভ্যাসাল জাল দিয়ে মাছের বংশ বিস্তার রোধ করার পাশাপশি মৎস্য সম্পদ ধ্বংস করে আসছিল।’