চাল, আলু, পেঁয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে বিক্রির অভিযোগে শুক্রবার ঝালকাঠি শহরের বারচালার চাল বাজারে অভিযান চালিয়ে ১২ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবির হোসেন, উম্মে কুলসুম রুবি, আহাম্মদ হাসান, সিফাতবিন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানায়, সাধারণ মানুষের মধ্যে নিত্যপণ্য কিনে ঘরে মজুদ করার প্রবণতা বেড়েছে। তাই সুযোগ বুঝে ব্যবসায়ীরাও চাল প্রতি বস্তায় ২০০-৩০০ টাকা বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আলু প্রতি কেজিতে ১০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা এবং রসুন ৩০ টাকা বাড়িয়ে বিক্রি করছেন তারা। পরে খবর পেয়ে ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত মুনাফা নিয়ে পণ্য বিক্রি করার দায়ে ১২ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করে।
তবে ব্যবসায়ীদের দাবি, করোনা আতঙ্কে এসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।