করোনায় সংকটময় মুহুর্তে চাল-ডালের পর এবার লক্ষ্মীপুরে কর্মহীন পাঁচ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে শাক-সবজি ও মাছ বিতরণ করছেন সদর উপজেলা পূর্ব যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউনুছ হাওলাদার রুপম।
সোমবার সকাল থেকে শুরু হওয়া শহরের বিভিন্ন পয়েন্টে পিকআপ ভ্যান যোগে এসব কাঁচাবাজার ও মাছ বিতরণ চলবে বিকাল পর্যন্ত।
এর আগেও ব্যক্তি উদ্যোগে কর্মহীন এক হাজার অসহায় পরিবারের মাঝে চাল-ডালসহ নিত্যপণ্য বিতরণ করা হয়।
যুবলীগ নেতা রুপম জানান, বর্তমান পরিস্থিতিতে মানুষের ঘরে চাল থাকলেও কাঁচা বাজার শাক-সবজি কিংবা মাছ কেনার টাকা নেই। তাই মানবিক দিক চিন্তা এমন উদ্যোগ নেয়া হয়েছে এবং আগামী ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।