ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘সারা দেশে ১৬টি চিনিকল রয়েছে। এগুলো অনেক পুরোনো। তাছাড়া কাঁচামালের অভাবে সারা বছর মিলগুলোকে চালু রাখা সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা মিলগুলো পরিদর্শন করছি এবং কীভাবে আধুনিকায়ন করে চালানো যায় ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় তার জন্য কাজ করছি।’
মন্ত্রী চিনিকল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সার্কিট হাউসে উত্তরাঞ্চলের নয় চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করেন।
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, শিল্প মন্ত্রণালয়ের চেয়ারম্যান মোস্তাফিজ রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মুহা. মনিরুজ্জামানসহ শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।