চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া থেকে শামসুর রহমান (৭০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের কোর্টপাড়ার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শামসুর রহমান আলমডাঙ্গা তিয়রবিলা গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা বলেন, রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ভাতিজা কামাল হোসেনের বাড়িতে আসেন শামসুর রহমান। ধারণা করা যাচ্ছে, রাতের যেকোনো সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন: গোয়ালন্দে জাকের পার্টির সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার
তারা আরও জানায়, শামসুর রহমান ঋণগ্রস্ত ছিলেন। তিনি বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছিলেন। ট্রাক্টরের ব্যবসা ছিল। চাষের পর ট্রাক্টর মালিকের অজান্তেই টাকা তুলে খরচ করে ফেলতেন। সব মিলিয়ে মোটামুটি মোটা অংকের ঋণগ্রস্ত হয়ে পড়েন। এতে পাওনাদাররা চাপ দিতে থাকেন। হয়তো এই চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, কোর্টপাড়ার একটি বাড়িতে ৭০ বছর বয়সি এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাতে নিখোঁজ, সকালে ঘরের পেছন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার