আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, চালতা, কামরাঙা, জলপাই, পেঁপে, তরমুজ, তালশাঁস, বাঙ্গি, আনারস, জামরুল, ডাব, আমলকিসহ ৫৩ পদের দেশীয় ফল দিয়ে চুয়াডাঙ্গায় ফল উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেশীয় এসব ফলের স্বাদ গ্রহণ করেন।
গ্রীষ্মকালীন দেশীয় এসব রকমারি ফলের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশন এই ভিন্নধর্মী আয়োজন করে প্রসংশাও পাচ্ছে।
এছাড়া এই ফল উৎসব চলাকালে উৎসব স্থলে তৈরি মঞ্চে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়ার লালন সঙ্গীত শিল্পীদের বাংলা গান পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের নৈশভোজ এই উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে।
আর এর মধ্য দিয়ে ফল উৎসব-১৪৩০ এর সমাপ্তি হয়।
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে বৈসাবি উৎসবের ২য় দিন, বাড়িতে বাড়িতে পাঁজনের সুঘ্রাণ