ব্রাহ্মণবাড়িয়া শহরের শতবছরের প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতা মাওলানা আব্দুর রহিম কাসেমীকে মাদরাসা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার সাংবাদিকদের কাছে পাঠানো মাদরাসার অধ্যক্ষ মুবারকুল্লাহ স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
উক্ত কার্যবিবরণীতে বলা হয়, মাওলানা আব্দুর রহিম কাসেমী গত ১২ নভেম্বর পরিকল্পিতভাবে মাদারাসা ছাত্রদের ভুল বুঝিয়ে বিক্ষোভ করান। জামিয়ার সিনিয়রদেকে তিনি তোয়াক্কা করেন না। নিজের সহযোগী আব্দুল কুদ্দুসকে নারী সাজিয়ে মাদরাসার মুরুব্বিদের ব্ল্যাকমেইলি করার চেষ্টা করেন। এসব কারণে গত ১ ডিসেম্বর মাদরাসার সভায় ওই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।
এছাড়া আব্দুল কুদ্দুছ বর্তমানে জেলহাজতে রয়েছেন।
এ ব্যাপারে মাওলানা আবদুর রহিম কাসেমীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাকে বরখাস্তের কাগজ তিনি এখনও পাননি। কাগজপত্র না দেখে তিনি কোনো বক্তব্য দিবেন না।’