শুক্রবার পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দীপুর মোড়ে এ ঝাটা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঝাঁটা ও জুতা নিয়ে জলমগ্ন বদ্দীপুরের বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল করেন এবং জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ মেয়র ও কাউন্সিলরের পদত্যাগ দাবি করেন, স্থানীয় এলাকাবাসী।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বদ্দীপুর এলাকা বছরের প্রায় ৬ মাস পানিতে তলিয়ে থাকে। প্রতিবারই ভোটের আগে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচিত হলে পানি নিষ্কাশনসহ বদ্দীপুর বাসীর উন্নয়নে কোনো কাজ করেন না। প্রতি বছরই তাদের পানিতে ডুবতে হয়। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের অবগত করলে তারা পরিদর্শনেই সীমাবদ্ধ রাখেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
তারা বলেন, গত কয়েকদিন আগে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সংশ্লিষ্ট কাউন্সিলর সেলিমসহ পৌর কর্তৃপক্ষ বদ্দীপুর এলাকা পরিদর্শনে আসেন। সে সময় তারা মানুষের চলাচলের সুবিধার্থে দুটি ট্রলি বরাদ্দ দেন। যাতে স্থানীয়রা ফ্রি যাতায়াত করতে পারবেন। অথচ এ ট্রলি দুটি সকালে একবার আসে এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না। জলাবদ্ধ মানুষকে ১০ টাকা হারে ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এছাড়া এখানকার মানুষকে পর্যাপ্ত খাদ্য সহযোগিতা দিয়েছেন বলে পৌর মেয়র প্রচার করলেও ওই এলাকায় দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ এখনও পর্যন্ত কোনো খাদ্য সহযোগিতা পাননি।
পানি নিষ্কাশনে শিগগিরই কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা বলে ঘোষণা দেন তারা।