স্বাধীনতার ৪৯ বছর পর জাতীয় মহাসড়কে উন্নীত হলো নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক।
শুক্রবার সিংড়া উপজেলার খেজুরতলা ও শেরকোল পয়েন্টে সড়কটির উন্নীতকরণ কাজের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় তিনি শেরকোল পয়েন্টে এক সমাবেশে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এ মহসড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাজের সঠিক মান নিশ্চিত করার আহ্বান জানান।
প্রসঙ্গত, সাতটি প্যাকেজের মাধ্যমে ৭০৭ কোটি টাকা ব্যয়ে নাটোর থেকে বগুড়া পর্যন্ত ৬৮ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
উদ্বোধনের সময় জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ও আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।