সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মধ্য জাফলং ইউনিয়নের পিয়াইন নদীর তীর থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকের হাতে মর্টার শেলটি লাগে।
পরে দুইজন শ্রমিক মর্টার শেলটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন।
আরও পড়ুন: হিলিতে ধানের জমি থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
স্থানীয়রা জানান, পিয়াইন নদীর এলাকায় বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় এক শ্রমিকের হাতে শক্ত কিছু একটা লাগে। পরে বস্তুটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখা যায়, সেটি মর্টার শেল। পরে শ্রমিকরা গোয়াইনঘাট থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারসেলটি থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন। বর্তমানে একদল পুলিশ এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
ওসি বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু তোলার সময় শ্রমিকরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শেলটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে আর কোনো মর্টার শেল বাংলাদেশে পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী