ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজা নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেন (৫৫)।
এ ঘটনায় জড়িত সন্দেহে মো. আসাদ, মিজান, সজল ও শাহজাহান নামে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে আব্দুর রব ও বেলায়েত হোসেনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। রাত ৯টার দিকে দুইজনকে গুরুত্বর আহতাবস্থায় স্বজনরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে ট্যাংকলরি ও অটোরিকশা সংঘর্ষে নারী নিহত
নিহত আব্দুর রব হাওলাদারের ভাগিনা মো. নাসির উদ্দিন জানায়, প্রতিপক্ষের লোকজন রব মেম্বারকে কুপিয়ে খালে ফেলে এবং বেলায়েত হোসেনকে সড়কের ওপর রাখে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এটা ডাবল মার্ডার, আমরা ঘটনাস্থল ভিজিট করেছি।
তিনি আরও বলেন যে তদন্ত কাজ চলমান আছে, তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছিনা। চারজনকে আমরা আটক করেছি এবং বাকিদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে যে আধিপত্য ও সম্পত্তির ব্যাপার থাকতে পারে বলে জানান তিনি।