মঙ্গলবার দুপুরে নাকোইল গ্রামের জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত টুকটুকি বেগম (২৫) নাকোইল গ্রামের স্বপন জোয়ার্দ্দারের স্ত্রী। এসময় টুকটুকি বেগমের মা শিউলি বেগম ও চনের উদ্দিন নামের এক ব্যক্তিও দগ্ধ হন।
স্থানীয়রা জানান, টুকটুকি বেগম রান্না করার সময় হঠাৎ ঘরে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় গৃহবধূ টুকটুকি। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫টি ঘর পুড়ে যায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, আগুনে স্বপন জোয়ার্দ্দার, চনের উদ্দিন জোয়ার্দ্দার, এমদাদুল জোয়ার্দ্দার, নজির উদ্দিন জোয়ার্দ্দার ও উসমান জোয়ার্দ্দারের ঘর পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।