সদর উপজেলার খামার ভোপলা গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষবের প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
সকালে সবজি খেতের এ অবস্থা দেখে স্থানীয়রা হাফিজউদ্দিনকে খবর দেয়। তিনি এসে দেখেন লাউ গাছের গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।
জানা যায়, হাফিজ উদ্দীন একজন প্রান্তিক কৃষক। সবজি চাষ করেই পরিবার পরিজন নিয়ে সংসার চলে তার। এ বছর ঋণ নিয়ে লাউ চাষ করেন তিনি। ফলনও মোটামুটি ভালো হয়। কিন্তু লাউ খেতের এই দশা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এ ঘটনায় হতবাক হয়েছেন হাফিজের প্রতিবেশীরাও।
তবে কারা এবং কী কারণে কৃষকের এমন ক্ষতি করলো তা বুঝে উঠতে পারছেন না কেউই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে পুলিশে সোপর্দ করা হবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ভুক্তভোগী কৃষক অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।