সবজি খেত
লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে ধানসহ সবজি খেত ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় দানার প্রভাবে লালমনিরহাটের কালীগঞ্জে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শীতকালীন শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের বেশিরভাগ খেতই নষ্ট হওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়।
এলাকার আমন ধানের মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে শীতকালীন শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের। বাতাসে জমিতে শুয়ে পড়েছে মাঠের আধা পাকা আমন ধান।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৯ হাজার ৭৬০ হেক্টর জমিতে রোপা আমনের আগাম জাতের ধানের আবাদ হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্য আমন মৌসুমে কৃষককে সরকারি প্রণোদনা বীজ ও সার দেওয়া হয়েছে।
দুহুলী গ্রামের কৃষক আবু তালেব বলেন, ঘূর্ণিঝড় দানার কারণে ঝড়ে ধান গাছগুলো নেতিয়ে পড়েছে। আমার ২০ শতক জমির ধান হেলে পড়েছে। ধানের শীষে যে দানা রয়েছে তা এখনো শক্ত হয়নি। অনেক ধান চিটা হয়ে যাবে। আর যে ফলন হওয়ার কথা ছিল তাও কমে যাবে।
আরও পড়ুন: সাতক্ষীরা উপকূলে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃষ্টি, ৮৮৭ আশ্রয়কেন্দ্র চালু
কৃষক মহেশ বাবু জানান, তিনি বর্গা নিয়ে ৫০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছেন। ঝোড়ো হাওয়ায় ধান গাছগুলো নুয়ে পড়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো ফলন হয়। কিন্তু বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে তিনি চিন্তিত।
এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে রোপা আমন ধানের তেমন ক্ষতি হয়নি। এতে উৎপাদনের ওপর কোনো প্রভাব পড়বে না এমনটাই জানায় কৃষি অফিস।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আমন ধানের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। কৃষি বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ ছাড়াও বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই এই দুর্যোগ কেটে যাবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাগেরহাটে নদ-নদীতে বেড়েছে পানি
৩ সপ্তাহ আগে
বাগেরহাটে সবজি খেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় সবজি খেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার গাবতলা বাজারসংলগ্ন স্লুইসগেট এলাকার একটি সবজি খেত থেকে ওই অজগরটি উদ্ধার করে ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধার করা অজগরটি ১০ ফুট লম্বা এবং ওজন ১২ কেজি।
আরও পড়ুন: বরিশালে ৭ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
ওয়াইল্ড টিমের সদস্য মো. সোলায়মান জানান, তারা খবর পেয়ে গিয়ে দেখে সবজি খেত ঘিরে রাখা ইলিশ ধরা জাল বিশাল আকৃতির ওই অজগরটি জড়িয়ে আছে। অক্ষত অবস্থায় তারা অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে নিয়ে যায়। অজগরটি সুন্দরবন ছেড়ে বলেশ্বর নদ পাড়ি দিয়ে ওই সবজি খেতে ঢুকে পড়ে। মাঝে মধ্যে সুন্দরবন ছেড়ে অজগর বনসংলগ্ন লোকালয়ে চলে আসছে বলে তিনি জানান।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. সাদিক মাহমুদ সাংবাদিকদের জানান, উপজেলার স্লুইসগেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী দোলেয়ার হোসেনের বাড়ির সবজি খেত ঘিরে রাখা জালে আটকা পড়ে অজগড়টি। খবর পেয়ে স্থানীয় ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় অজগরটিকে অবমুক্ত করা হয়েছে। খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন ছেড়ে লোকালয়ে গিয়েছিল বলে ওই বন কর্মকর্তা জানান।
আরও পড়ুন: শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
কাপ্তাইয়ে ১৫ ফুট দীর্ঘ অজগর উদ্ধারের পর অবমুক্ত
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে কৃষকের লাউয়ের বাগান বিনষ্ট করল দুর্বৃত্তরা
ঠাকুরগাঁওয়ের খামার ভোপলা গ্রামে রাতের আঁধারে হাফিজউদ্দিন নামে এক কৃষকের দুই বিঘা জমির সবজি খেত (লাউ বাগান) কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে