এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে।
সোমবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট সোনালী ব্যাংক শাখার একজন কর্মচারী, জেলা প্রসাশন অফিসের একজন স্টাফসহ ১১ জন, হরিপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীসহ পাঁচ জন, বালিয়াডাঙ্গী উপজেলা হেলথ কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীসহ দুজন, রাণীশংকৈল উপজেলায় চার জন ও পীরগঞ্জে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, সোমবার পর্যন্ত সদরে ২৫৬ জন, হরিপুরে ৬২ জন, পীরগঞ্জে ৫৩ জন, রাণীশংকৈলে ৬৮ জন ও বালিয়াডাঙ্গীতে মোট ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ২৮৭ জন। আর মারা গেছেন ৮ জন।
সোমবার নতুন করে আরও ৯৪টি নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ৩৯৮৪টি নমুনা পাঠানো হলো।