ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে স্টেশনের টোল প্লাজায় গতকাল শুক্রবার তিনটি গাড়িকে চাপা দেওয়ায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক যাত্রীবাহী বাসের চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৮ ডিসেম্বর) র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর নুর উদ্দিন সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় এক পবিারের ৫ জন নিহত
গতকাল শুক্রবার সকালে টোল প্লাজায় বেপারী পরিবহনের দ্রুতগামী একটি বাস মাওয়াগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচজন নিহত হন।
একই সময়ে বাসটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরও চারজন আহত হন। আহতদের মধ্যে পরে আরও একজন মারা যান।
বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও সহকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।