ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে আহত ৯
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে একটি পিকআপ ভ্যান উল্টে ৯ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধঘন্টা মাওয়ামুখী যান চলাচল বিঘ্নিত হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উদ্দেশে যাওয়ার পথে পিকআপটির পেছনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পিকআপটিতে কুমিল্লার একটি মেলা শেষে মেলার ডেকোরেশন এবং দোকানের মালামালসহ দোকানিদের বহন করা হচ্ছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের বাড়ি ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১১ ঘণ্টা আগে
মুন্সীগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িটিতে চারজনই ছিলেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার অভিযানের পর যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮০, আহত ৫৪২
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গাড়িটি সরিয়ে নেওয়ার পর সকাল সোয়া ৭ টার দিকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রাইভেট কারটির ভাঙা অংশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। পড়ে আছে দুটি মরদেহ, আর আহত একজনের কান্না শোনা যাচ্ছিল।
১৩০ দিন আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, বাসচালক গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে স্টেশনের টোল প্লাজায় গতকাল শুক্রবার তিনটি গাড়িকে চাপা দেওয়ায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক যাত্রীবাহী বাসের চালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৮ ডিসেম্বর) র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর নুর উদ্দিন সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় এক পবিারের ৫ জন নিহত
গতকাল শুক্রবার সকালে টোল প্লাজায় বেপারী পরিবহনের দ্রুতগামী একটি বাস মাওয়াগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের পাঁচজন নিহত হন।
একই সময়ে বাসটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরও চারজন আহত হন। আহতদের মধ্যে পরে আরও একজন মারা যান।
বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও সহকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
৩৬৬ দিন আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ১১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একাধিক যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের শ্রীনগরের তিনটি পৃথক স্থানে সকাল ৭টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগরের চালিতপাড়া এলাকায় একটি বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দেয়। মাত্র ১০০ মিটার দূরে একটি প্রাইভেটকার অন্য একটি বাসের পেছনে ধাক্কা মারে।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষানবিশ আইনজীবী নিহত
নিমতলার কাছে হাসারার শোলোঘরে পেছন থেকে অন্য গাড়ি ধাক্কা মারার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা মারে। সবগুলো দুর্ঘটনাই ঘটেছে মহাসড়কের মাওয়াগামী লেনে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
৩৭২ দিন আগে
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগের জারি করা নিষেধাজ্ঞা সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হয়।
রবিবার রাতে তথ্য অধিদপ্তর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রবিবার সকাল ৬টার দিকে সেতুর গেট খুলে দেয়া পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
এছাড়া পদ্মা সেতুতে যানবাহন থামানো, হাঁটা ও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা দিয়েছে সরকার।
রবিবার রাতে ব্রিজ পার হওয়ার সময় ইউএনবির সাংবাদিকরা দেখতে পান, যানবাহন নিয়ম না মেনে এবং টোল প্লাজার সামনে এলোমেলোভাবে একে অপরকে অতিক্রম করার চেষ্টা করছিল। আর এক্ষেত্রে মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি দায়ী।
আরও পড়ুন: পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন দ. এশীয় নেতারা
যানবাহন চালক ও মোটরবাইক চালকদের এলোমেলো আচরণের কারণে সেনা সদস্যদের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছিল।
ব্রিজের দুপাশে শত শত মোটরসাইকেলও ছিল যারা শুধুমাত্র দেখার জন্য এসেছে বলে মনে করা হচ্ছে।
১২৮১ দিন আগে