প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুক্রবার আবার শুরু হয়েছে।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগরে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দাবি করে ওসি বলেন, এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি বালিপাড়া স্টেশনে আটকা পড়ে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে রেল যোগাযোগ ফের চালু হয়।