ঢাকা-ময়মনসিংহ
মাসকান্দা বাসস্ট্যান্ডে হামলা-ভাঙচুর, ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্ত:জেলা বাস টার্মিনালের ইউনাইটেড বাস কাউন্টারে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১৯ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও বিকাল ৪টা থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল রুটে (শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও সিলেট অঞ্চল) বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। তবে কারা বন্ধ করেছে, কেন করেছে, এব্যাপারে মালিক-শ্রমিক কেউ কথা বলছে না।
মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে জানা যায়, দুপুরের দিকে বেশ কিছু মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হঠাৎ ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়ে কাউন্টার বন্ধ করে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় আতঙ্ক ছড়িয়ে পরে পুরো বাসস্ট্যান্ড এলাকায়।
এ ব্যাপারে জেলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, রিসিভ করেননি।
পড়ুন: ময়মনসিংহে বাস উল্টে হেলপার নিহত, আহত ১০ যাত্রী
এ ব্যাপারে পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, জেলা মটর মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাস বন্ধের বিষয়টি ঢাকা মহাখালী মালিক সমিতির সিদ্ধান্ত বলে জানিয়েছে।
তিনি জানান, রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে জেলা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতারা থাকবেন। আমরা দ্রুত বাস চলাচলের ব্যবস্থা করব। ‘যেকোনো দ্বন্দ্বের কারণে সাধারণ জনগণ বা যাত্রীরা কেন ভোগান্তিতে পড়বে,’ বলেন তিনি।
১০৭ দিন আগে
গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরে হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
স্থানীয়রা জানায়, রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকেরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করে।
পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের ওই অংশে যানজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
অন্যদিকে, সকাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার এ্যাসরোটেক্স লিমিটেডের শ্রমিকরা নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বাড়ানোসহ গ্রেড অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছে।
শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করেছে। এর মধ্যে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আর এ্যাসরোটেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্তে সমস্যার সমাধান হয়।
আরও পড়ুন: গাজীপুরে নিরাপত্তা জোরদার করে খুলে দেওয়া হয়েছে সব শিল্প প্রতিষ্ঠান
৪৩৯ দিন আগে
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুক্রবার আবার শুরু হয়েছে।
২২২৬ দিন আগে