শনিবার দিবাগত রাতে জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের স্বপন মিয়া (৩২), তার স্ত্রী ফারজানা বেগম (২৫), তাদের শিশু ছেলে হোসেন (৭) ও হাসিবুর (৫)।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। শনিবার দিবাগত রাতেও মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির ফলে রাতের কোনো এক সময় মাটির দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়াল চাপা পড়ে স্বপন, তার স্ত্রী ও দুই সন্তান মারা যায়। সকালে স্থানীয়রা দেয়াল চাপা পড়া অবস্থায় তাদের দেখতে পায়। পরে তারা সেখান থেকে মাটি চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানায়, স্বপন রিকশাভ্যান চালাতো ও ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত। তার বাড়ি নীলফামারী জেলায়। সে ঝাউপাড়া গ্রামে বিয়ে করে শশুর বাড়িতে বসবাস করত।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পরই এখানে আসি। ঘটনাটি আসলেই খুবই মর্মান্তিক। তাদের পরিবারের চার সদস্যই আজ না ফেরার দেশে।
প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য জেলা প্রাশাসকের পক্ষ থেকে ২০ হাজার ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, কয়েকদিনের প্রবল বর্ষণে মাটির দেয়াল নরম হয়ে পড়ায় দেয়াল ধসে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা চারজনের মৃত্যু হয়।