সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস করার আগে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফ উল্লাহ আবেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সোহরাব হোসেন, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিউর রহমান প্রমুখ।
ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ উল্লাহ আবেদ জানান, গত ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মোট ৪ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকার মাদক উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এর মধ্যে ৪১ হাজার ২৬০ বোতল ফেনসিডিল, ৩৫০ বোতল বিদেশি মদ, ২৫ কেজি গাজা, ১ হাজার ২৬৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৮৮ হাজার ২৮৯টি যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ, ৯২৫টি ইয়াবা, সাড়ে ৫ কেজি মদ তৈরির বড়িসহ বিভিন্ন মাদক রয়েছে।