নিহতের বাড়ি উপজেলার ধাওয়া নশিপুর গ্রামে। পুলিশ বলছে, কহিদুল হাকিমপুরসহ বিভিন্ন থানায় দায়ের করা ডাকাতি, চুরি, ছিনতাইসহ ১১টি মামলার পলাতক আসামি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের ভাষ্য, উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকায় একদল ডাকাতের ডাকাতির প্রস্তুতি নেয়ার গোপন খবর পেয়ে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি বিশেষ টিম নিয়ে সেখানে যায়। এসময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
ওসির দাবি, গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদের গুলিতেই কহিদুল ইসলাম নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে বাকি সদস্যরা পালিয়ে গেলেও ডাকাতদের অস্ত্রের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলির খোসা, এক রাউন্ড তাজা গুলি, চাপাতিসহ পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
হাকিমপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আখিউল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসাধীন চলছে। তারা পায়ে আঘাত পেয়েছেন।