পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শুক্রবার বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে ভাবছে সরকার।
তিনি বলেন, ‘সরকার দেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করার কথা ভাবছে। পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।’
সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
প্রয়োজন হলে কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে। সেই লক্ষ্যেই সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে মন্ত্রী জানান।
ইতোমধ্যে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গেছে এবং একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।