চাঁদপুর জেলার ৮ উপজেলার মাধ্যমিক, কারিগরি, মাধ্যমিক ইংরেজি ভার্সন, মাদরাসার দাখিল, ইবতেদায়ি, ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬ লাখ ৩৩ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী ২০২০ শিক্ষাবর্ষে ৫৭ লাখ ৫৫হাজার ৩৪৭ টি নতুন পাঠ্য বই পাবে।
ইতোমধ্যে নিজ নিজ শিক্ষালয়ে বই বিতরণের জন্য মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ২৯৫টি মাধ্যমিক স্কুলের মোট ২ লাখ ২৪৩ জন শিক্ষার্থীর জন্য ২৯ লাখ ১১ হাজার ৬৩৫ কপি নতুন বই বরাদ্দ চাওয়া হয়।
এছাড়া ১৯৫টি মাদরাসার ৬২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর জন্য ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ১৯৯ কপি নতুন বই, মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ইংরেজি ভার্সনের জন্য ৭ হাজার ৪৯১ কপি নতুন বইয়ের বরাদ্দ চাওয়া হয়।
কারিগরি ২ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীর জন্য ৪৯ হাজার ১৩০ কপি, ইবতেদায়ি ৫৫ হাজার ৯২৯ শিক্ষার্থীর জন্য ৪ লাখ ৪ হাজার ৬৫৪ কপি বইয়ের চাহিদা পাঠানো হয়।
এইসব বই চাঁদপুরে আসার পর সব উপজেলা পর্যায়ে ইতোমধ্যে শতভাগ বই বিতরণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গিয়াসউদ্দীন।
অপরদিকে জেলার ১ হাজার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে সম্ভাব্য ৩ লাখ ১২ হাজার ৩৬৯জন শিক্ষার্থীর জন্য ১৪ লাখ ৭৬ হাজার ২৩৭ কপি বইয়ের বরাদ্দ চাওয়া হয়। যা ইতোমধ্যে ৮ উপজেলার সংরক্ষণাগারে এসে পৌঁছেছে এবং বিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাবউদ্দীন।