বই উৎসব
১ জানুয়ারি ‘বই উৎসব’ উদযাপনে ইসির সম্মতি
আগামী ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়কে নতুন বই বিতরণ কর্মসূচি (বই উৎসব) উদযাপনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু অন্যান্য বছরের মতো ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা সরকারের রুটিন কাজ, তাই ইসি এই কর্মসূচি পালনে সম্মতি দিয়েছে।
এতে আরও জানানো হয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ স্থানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে যথানিয়মে বই বিতরণ করবেন।
আরও পড়ুন: পিএসসির সামনে অবস্থান কর্মসূচি ৪৩তম বিসিএস ভাইভা প্রার্থীদের
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সম্মতি দিলে তা অব্যাহত থাকবে।
শুধু কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না, তবে চিঠিতে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসি।
আরও পড়ুন: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
১০ মাস আগে
জানুয়ারি মাসের ১ তারিখ বই উৎসব হবে: দীপু মনি
জানুয়ারি মাসের ১ তারিখ বই উৎসব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আগামী জানুয়ারি মাসের ১ তারিখে আমাদের বই উৎসব হবে। উৎসব করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রভাবিত করবে না: দীপু মনি
বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতলায় মন্ত্রীর বাসবভনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে তিনি এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের মনোনয়নবোর্ড যাকেই মনোনয়ন দেবে, দেশের যে এলাকায় দেবে, সেই নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে।
তিনি জানান, তারা নৌকার বিজয় যেমন নিশ্চিত করবে এবং দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করেন।
মন্ত্রী বলেন, আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। যাতে করে ভোটাররা আগামী দিনে দেশ পরিচালনার জন্য তাদের দল পছন্দ করতে পারে।
তিনি বলেন, এমনিতে আওয়ামী লীগ দেশের প্রাচীন বড় রাজনৈদিক দল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সবসময় নির্বাচন করেছে এবং করবে। যখন প্রয়োজন হয়েছে জোটবদ্ধ নির্বাচন করেছে।
মন্ত্রী বলেন, আমাদের জোট সবসময় আদর্শিক জোট হয়েছে। কখনো কখনো আমরা নির্বাচনী জোট করেছি।
তিনি বলেন, আমাদের মনোনয়ন নির্ধারণ করার কাজ শেষে হলে বোঝা যাবে আমরা কি জোটবদ্ধ কিংবা জোট ছাড়া নির্বাচন করব। কারণ তখন বোঝা যাবে কোন দল বেশি শক্তিশালী।
আরও পড়ুন: পর্যটন পরিকল্পনার বড় অংশ হচ্ছে চাঁদপুর আধুনিক নৌবন্দর: দীপু মনি
নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে: দীপু মনি
১১ মাস আগে
শাবিপ্রবিতে ১০দিনব্যাপী 'কিনে'র বইমেলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর আয়োজনে ১০ দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে।
রবিবার(০৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বই উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, খ্যাতিমান লেখক, অনুবাদক ও সাহিত্য বিশ্লেষক সুরেশ রঞ্জন বসাক।
বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) বইমেলা চলবে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল, কিনের উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, অধ্যাপক ড. হোসাইন আল মামুন, অধ্যাপক ড. নারায়ণ সাহা, অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, সংগঠনটির সভাপতি ইফরাতুল হাসান রাহিম ও বই উৎসবের আহ্বায়ক মাধুর্য চাকমাসহ সংগঠনের অন্য সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদের শিশু সন্তান আহমেদ হুসাইন আল মোস্তফা ‘বাইল্যাটারাল প্রোফাউন্ড হিয়ারিং লস’ রোগে আক্রান্ত।
তার দুই কানের শ্রবণশক্তি শূন্য হওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মূলত তার চিকিৎসায় সহযোগিতা করার লক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়।
বইমেলা থেকে প্রাপ্ত অর্থ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ইফরাতুল হাসান রাহিম।
এবারের বই উৎসব ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দিকে উৎসর্গ করা হয়েছে। বইমেলায় দেশের জনপ্রিয় অন্যপ্রকাশ, আগামী পাবলিকেশন, অন্বেষা পাবলিকেশন, বাতিঘর ও অনলাইন প্রকাশনী রকমারি ডটকমসহ ২০টি প্রকাশনী অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন: মানসিক রোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ৮৫% শিক্ষার্থী সচেতন: শাবিপ্রবির গবেষণা
শাবিপ্রবির গবেষণা: হাওরের ইকোসিস্টেম সার্ভিসে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ
২ বছর আগে
সারাদেশে বিনামূল্যে বই বিতরণ শুরু
মহামারির কারণে নতুন বছরের প্রথম দিনে কোনো বই উৎসব না হলেও শনিবার সারাদেশে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে।
২০২২ শিক্ষাবর্ষে সারাদেশে প্রাক-প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৪১.৭ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৪৭ মিলিয়ন কপি পাঠ্যবই বিতরণ করা হবে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে বই বিতরণ করা হচ্ছে।
রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, বরিশাল, নাটোর ও মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে ইউএনবি সংবাদদাতারা জানিয়েছেন ২০২২ সালের প্রথম দিনে উক্ত জেলার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: দেশব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু বৃহস্পতিবার
বছরের শুরুতে নতুন বই পাওয়ায় অনেক শিক্ষার্থী আনন্দ প্রকাশ করেছে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
আরও পড়ুন: গলাচিপায় সরকারি বই উদ্ধার, আটক ২
২ বছর আগে
আগামী বছর জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২১ সালের জুনে এসএসসি এবং জুলাই-আগস্ট নাগাদ এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৩ বছর আগে
নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার অপেক্ষায় চাঁদপুরের ৬ লক্ষাধিক শিক্ষার্থী
নতুন বছরের প্রথমদিন বুধবার (১ জানুয়ারি) বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। আর এ উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা।
৪ বছর আগে
কুমিল্লায় নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হবে সাড়ে ১৫ লাখ শিক্ষার্থী
নতুন বছরের প্রথম সকালে সারা দেশের মতো কুমিল্লার শিক্ষার্থীরাও বই উৎসবে মেতে উঠবে। নতুন ক্লাসে উঠার আনন্দের পাশাপাশি নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হবে তারা।
৪ বছর আগে