নতুন বছর
সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া: বুবলি
একসময় শাকিব খান ছাড়া বড়পর্দায় দেখা যেত না শবনম বুবলিকে। আর সেই চিত্রনায়িকা এখন ঢালিউডের অন্যতম ব্যস্ত তারকা।
ব্যক্তিগত বিভিন্ন চড়াই-উতরাইয়ের মধ্যেও ক্যারিয়ারে অটল রয়েছেন তিনি। ২০২৩ সালে আরও ভালোভাবে তার প্রমাণ দেন বুবলি।
বুবলির নতুন বছরটা শুরু হলো নতুন এক খবর দিয়ে। কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। নাম ‘ফ্ল্যাশব্যাক’।
আরও পড়ুন: শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
টলিউডের সিনেমা হলেও এর পরিচালক বাংলাদেশের রাশেদ রাহা ও গল্প লিখেছেন বাংলাদেশের খাইরুল বাশার নির্ঝর।
আর এতে আরও অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলি, সৌরভ দাস।
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার কলকাতার অংশের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। বাকি শুটিং হবে ডুয়ার্সে।
প্রথমবার টালিউড ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে বুবলি গণমাধ্যমে বলেন, ‘টলিউড ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এতে সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি স্যার ও সৌরভ দাস দাদার মতো অভিনেতা। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের। সবকিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে। সিনেমাটি নতুন বছরের অনন্য পাওয়া।’
আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন অর্ষা-নূর
বুবলি আরও বলেন, ‘বাংলাদেশ ও এখানকার মধ্যে বড় মিল হলো ভাষাগত। যদিও আমাদের একই ভাষা কিন্তু দুই বাংলাতেই মিষ্টি-দুষ্টু একটা ভাব আছে। আর ভালোবাসাটা ভাগাভাগি হয়ে গেছে। বাংলাদেশ-কলকাতায় আমরা মিলেমিশে একাকার। ঢাকা থেকে কলকাতা আসতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ব্যারিকেড, নিয়ম-কানুন, ভিসা- এতো কিছু না থেকে যদি অবাধ যাতায়াত হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। অবশ্য এটাতে কিছু করার নেই। কারণ, দেশের জায়গা থেকে মেইনটেইন করতে হয়। তবে দুই ইন্ডাস্ট্রির আবেগ ভালোবাসা শেয়ার হচ্ছে।’
উল্লেখ্য, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা।
আরও পড়ুন: 'টপ গান থ্রি' নির্মাণ হচ্ছে কি?
১১ মাস আগে
নতুন বছরের দ্বিতীয় দিনেও ঢাকার বাতাস বিশ্বে সবচেয়ে দূষিত
নতুন বছরের দ্বিতীয় দিনেও সকাল ৮টা ৪৫ মিনিটে ২৫৬ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা।
একিউআই অনুযায়ী, মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকার বাতাসকে 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ভারতের কলকাতা ও দিল্লি এবং পাকিস্তানের করাচি যথাক্রমে ২৫০, ২০৬ এবং ১৯৬ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশা: চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
এদিকে, ১০১ থেকে ১৫০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস নিয়ে ঢাকার নতুন বছর শুরু
১১ মাস আগে
নতুন বছর হবে অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নতুন বছরে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা করেছেন।
শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, ‘এই নতুন বছর হবে সম্প্রীতি ও সহনশীলতার। কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে আমরা একটি সুন্দর বাংলাদেশ অর্জন করব।’
আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে মোমেন বলেন, ‘সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তবে এটা শুধু সরকারের দায়িত্ব নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জনগণ ও সকল রাজনৈতিক দলের দায়িত্ব।’
সকাল ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। এ সময় সিলেটের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চরণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করছে।
আরও পড়ুন: নববর্ষ ও ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী
'এসো হে বৈশাখ': বাংলা নববর্ষ-১৪৩০ স্বাগত জানাচ্ছে বাংলাদেশ
১ বছর আগে
নতুন বছরে ঢাকার সিনেমায় নাসিরুদ্দিন শাহ
ঢালিউডের সিনেমায় এবার দেখা যাবে বলিউডের নক্ষত্র অভিনেতা নাসিরুদ্দিন শাহকে।
অমিত আশরাফ পরিচালিত সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শিরোনাম ‘প্রজেক্ট অমি’। আর প্রযোজনার মধ্য দিয়ে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউস ও যুক্তরাজ্যের ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন।
এরই মধ্যে নাসিরউদ্দিন শাহ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
আরও পড়ুন: বেঙ্গল শিল্পালয়ে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
সিনেমাটির বিষয়ে অমিত আশরাফ বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দেখে নাসিরউদ্দিন সাহেবের বেশ পছন্দ হয়েছে। শুটিংয়েরও শিডিউল দিয়েছেন। আশা করছি নতুন বছরে শুটিং শুরু করব। এর মধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য অডিশন চলছে।’
২০৫০ সালকে ঘিরে ‘প্রজেক্ট অমি’ সিনেমার গল্প। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
আরও পড়ুন: মেহজাবীন-রাজীবের প্রেমের গুঞ্জন সত্যি হলো!
বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক বলেন, ‘প্রজেক্ট অমি’ সিনেমার জন্য ওপেন কাস্টিংয়ের সুযোগ রয়েছে। কেউ সিনেমাটিতে অভিনয় করতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান অথবা প্রধান সহকারী পরিচালক শেখ আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেই হবে।
৩ বছর আগে
বড়দিন, নতুন বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হবে: ডিএমপি কমিশনার
বড়দিন ও খ্রিষ্টীয় নতুন বছর উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে সোমবার জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
৪ বছর আগে
ডেঙ্গুর প্রকোপ নতুন বছরেও কমেনি, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭
নতুন বছরে এসেও এডিস মশাবাহীত ডেঙ্গুর প্রকোপ কমেনি। ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি।
৪ বছর আগে
নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার অপেক্ষায় চাঁদপুরের ৬ লক্ষাধিক শিক্ষার্থী
নতুন বছরের প্রথমদিন বুধবার (১ জানুয়ারি) বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। আর এ উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা।
৪ বছর আগে