বোরহানউদ্দিনে হেলিপ্যাড এলাকায় স্বামী বোরহানউদ্দিন দারুস সুন্নাত মডেল মাদরাসার শিক্ষক সইফুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকালে নির্যাতনের এক পর্যায়ে ওই নারী স্বামীর বাসা থেকে পালিয়ে দৌলতখান উপজেলার চরপাতায় বাবার বাড়িতে চলে আসেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্কুলছাত্রকে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ৪
বুধবার আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্যাতনের শিকার ওই নারীকে দৌলতখান থানায় নিয়ে যাওয়া হয়। পরে ওইদিন বিকালে তাকে ঘটনাস্থল বোরহানউদ্দিন থানায় পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্ত্রী ও আত্মীয়-স্বজনের নির্যাতনে হাসপাতালে শিক্ষক
মেয়ের চাচা মো. খয়ের জানান, বাবা মারা যাওয়ার পর মেয়েটিকে তারাই লালন-পালন করেছেন। গত ১৪ এপ্রিল বোরহানউদ্দিন দারুস সুন্নাত মডেল মাদরাসার শিক্ষক সাইফুলের সাথে বিয়ে দেন। খাদিজা এ বছর কামিল পরীক্ষা দেন। কিন্তু সাইফুলের সাথে অন্য নারীর পরকীয়া থাকায় বিয়ের পর থেকেই খাদিজাকে নির্যাতন করে আসছে। ঘটনার দুদিন আগে মাথার চুল কেটে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়। একথা গোপন রাখার জন্য চাপ দেয়। যদি এসব বাপের বাড়ির কেউ জানে তাহলে কেটে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়।
আরও পড়ুন: যৌন নির্যাতনের অপরাধ কখনোই সহ্য করা হবে না: আইনমন্ত্রী
ভুক্তভোগী জানান, সাইফুল শুধু তার মাথার চুলই কেটে দেয়নি। শরীরের বিভিন্ন স্থানেও নির্যাতন করেছে।
নির্যাতনের এক পর্যায়ে ভাড়াটে বাসার লোকজনের সহায়তায় পালিয়ে বাবার বাড়ি চলে আসলে ঘটনাটি জানাজানি হয়।
অভিযুক্ত সাইফুল ইসলামের বাবা তৈয়বুর রহমান জানান, তার ছেলে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকত। সে যে কাজ করেছে তার বিচার হওয়া প্রয়োজন।
আরও পড়ুন: নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: আরও ২ আসামি গ্রেপ্তার
ঘটনার পরে ছেলের পরামর্শে পুত্রবধূকে ফিরিয়ে নিতে চরপাতায় গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন বলেও জানান তিনি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ঘটনাটি বোরহানউদ্দিন উপজেলায় হওয়ায় বুধবার বিকালে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে দৌলতখান থেকে বোরহানউদ্দিন থানায় পাঠানো হয়েছে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূ থানায় আসলেও এখনও কোনো মামলা হয়নি বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন।
আরও পড়ুন: বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন: সেই দেলোয়ারের বিরুদ্ধে ভুক্তভোগীর মামলা