মামলা দায়ের
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় ২ মামলা দায়ের
চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিন দিন পর দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে নগরীর কোতোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। তবে মামলায় ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী নেতারা।
এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম।
হত্যা মামলার আসামিরা হলেন—নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য্য প্রমুখ।
আরও পড়ুন: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩ মামলায় আসামি ১৪৭৬
মামলাগুলোর বিষয়ে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ।
হত্যা মামলার এজাহারে আলিফের বাবা অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। আদেশ প্রদানের পর আসামির পক্ষের ইসকনপন্থি আইনজীবীরা অশালীন ভাষায় মন্তব্য করেন এবং আদালতে হট্টগোল সৃষ্টি করেন। তখন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান করে দায়িত্বরত পুলিশের কর্তব্য কাজে বাধা দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে মসজিদসহ আইনজীবীদের ও সরকারি গাড়ি ভাঙচুর করেন তারা। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলে আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ বাসায় যাচ্ছিলেন। এ সময় তার মুখে দাড়ি দেখে আসামিরা তাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তারা বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামে জয়ধ্বনী দেন।
স্থানীয় লোকজন ও ছেলের সহকর্মীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তিনি জেনেছেন—ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রত্যক্ষ-পরোক্ষ ইন্ধনে আসামিরা তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
ছেলের দাফন-কাফন ও জানাজা নামাজ সম্পন্ন করে আত্মীয়-স্বজনের সঙ্গে আলাপ-আলোচনা শেষে ঘটনার ভিডিও ও স্থিরচিত্র দেখে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করা হয়।
মামলার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী ইউএনবিকে বলেন, ‘যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছে সেই ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাস কে মামলায় আসামি করা হয়নি। তাকে কেন্দ্র করে সনাতনী সন্ত্রাসীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। মামলায় তাকে প্রধান আসামি করার দাবি ছিল আমাদের। তাকে আসামি না করায় এই মামলা প্রত্যাখ্যান করছি আমরা।’
এর আগে, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২৭ নভেম্বর সন্ধ্যায় কোতোয়ালী থানায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ১৪০০ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ।
আরও পড়ুন: আলিফ হত্যায় সিএমপি কমিশনারের পদত্যাগের দাবি চট্টগ্রামের আইনজীবীদের
৩ সপ্তাহ আগে
অভ্যুত্থানে হত্যার ঘটনায় ১৬৯৫ মামলা দায়ের, অক্টোবরে গ্রেপ্তার ৩১৯৫: পুলিশ সদর দপ্তর
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ দাতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় ১ হাজার ৬৯৫টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অক্টোবর মাসেই ৩ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তৎকালীন সরকারি দলের নেতৃস্থানীয় ৭৪ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান।
আরও পড়ুন: লুণ্ঠিত ১০৯৭ অস্ত্র উদ্ধার: পুলিশ সদর দপ্তর
এতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের এক্ষেত্রে শঙ্কিত হবার কোনো কারণ নেই। পুলিশের সেবা হবে হয়রানি মুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের সব অধিকার নিশ্চিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে যুগান্তকারী মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে এতে। এ আন্দোলন সবার জন্য অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে, এ অগ্রযাত্রায় ছাত্র-জনতা ও আপামর জনসাধারণের সঙ্গে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে পুলিশ নিত্য সারথী হয়ে কাজ করতে বদ্ধপরিকর বলেও জানানো হয়।
আরও পড়ুন: লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে: পুলিশ সদর দপ্তর
২ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে আইপিএলে বাজি ধরে জুয়া খেলার অভিযোগে আটক ১১
চাঁপাইনবাবগঞ্জে আইপিএলে বাজি ধরে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে জেলা শহরের স্বরুপনগরে জেলা ঠিকাদার সমিতি ভবনে এ অভিযান চালানো হয়।
ঘটনাস্থল থেকে প্লেয়িং কার্ড, ৮৩ হাজার ৫৫ টাকা ও একটি টিভি জব্দ করা হয়।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ১১ টার দিকে জেলা শহরের স্বরুপনগরে অবস্থিত জেলা ঠিকাদার সমিতির ভবনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে টেলিভিশনে আইপিএলে বাজি ধরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ঠিকাদার সহ ১১ জনকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে
যশোরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত
যশোর সদর উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক পিতা নিহত হয়েছেন।
শুক্রবার উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে নয়ন হোসেনকে (২৪) আটক করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধ মাতব্বরকে কুপিয়ে ‘হত্যা’
নিহত সরোয়ার হোসেন (৪৮) সদর উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকার আমজেদ হোসেনের ছেলে।
নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সরোয়ার হোসেন কথা কাটাকাটির একপর্যায়ে হাসিনাকে মারপিট করে। এ সময় নয়ন ঘরের দরজার ডাসা দিয়ে তার বাবাকে বেধড়ক মারপিট করে। পরে পরিবারের লোকজন সরোয়ারকে সেখান থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামীকে হত্যার পর লাশ পুকুরে নিক্ষেপ করল স্ত্রী
সরোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসক রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় নেয়ার পথে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, 'স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ছেলে বাবাকে লাঠি দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নয়নকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।'
আরও পড়ুন: যশোরে ৩০ টাকার জন্য ভ্যানচালককে পিটিয়ে হত্যা
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে শনিবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
৩ বছর আগে
গাইবান্ধায় পুলিশের গাড়িতে আগুন-হামলা: দুই মামলা দায়ের, গ্রেপ্তার ৫
গাইবান্ধা পৌরসভা নির্বাচনে কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
৩ বছর আগে
নববিবাহিত স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কামিল (মাস্টার্স) পরীক্ষা দেয়া নববিবাহিত স্ত্রীর চুল কেটে নির্যাতন করার অভিযোগ ওঠেছে মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে।
৩ বছর আগে
মাগুরায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
মাগুরা শহরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
৪ বছর আগে
নড়াইলে বিয়ের আশ্বাস দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
বিয়ের আশ্বাস দিয়ে নড়াইলের কালিয়ায় এক স্কুলছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে
‘ক্রসফায়ারের’ হুমকি, লক্ষ্মীপুরে ৪ পুলিশের বিরুদ্ধে মামলা
চাঁদাবাজি, অপহরণ অভিযোগে লক্ষ্মীপুর সদর থানার তিন পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রস ফায়ারে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছেও বলে মামলায় উল্লেখ করা হয়।
৪ বছর আগে