ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. একরামুল সিদ্দিকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সচিবদের কাছে টাকা দাবি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিকের সরকারি ০১৭০৫৪১১২৩৬ মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করে উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান ও সচিবদের কাছে ইউএনও’র পরিচয় দিয়ে বিকাশে মোটা অংকের টাকা পাঠানোর কথা বলে। চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা নবীনগর ইউএনও একরামুল সিদ্দিকের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।
এ বিষয়ে ইউএনও মো. একরামুল সিদ্দিক জানান, সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে টের পেয়ে তাৎক্ষণিক উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তরসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।