নাটোর শহরে একটি চামড়ার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে জেলা শহরের বনবেলঘড়িয়া এলাকার মাসুদ রানা নামে এক চামড়া ব্যবসায়ীর গুদামে এই অগ্নিকাণ্ড হয়।
এলাকাবাসী জানায়, শুক্রবার মাসুদ রানার গুদামে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভির কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গুদামে থাকা বিপুল পরিমাণ ভেড়ার চামড়া ও মজুদ করা লবণ পুড়ে যায়।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ কুতুবী জানান, তদন্ত সাপেক্ষে জানা যাবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ী মাসুদ রানার দাবি আগুনে তার প্রায় ১০ লাখ টাকার চামড়া ও লবণ পুড়ে গেছে। আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধন্ত নেননি তিনি।