নাটোরের নলডাঙ্গায় বাসুদেবপুর রেলগেট সংলগ্ন নিশিপাড়া এলাকায় লাইনের কিছু অংশ ভেঙে গেছে।
প্রাথমিকভাবে স্থানীয়রা নাশকতা মনে করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খবর পেয়ে শান্তাহার রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত শুরু করে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার জানান, শীতের কারণে লাইনে চাপ পড়ায় ওই স্থানে ভেঙে যায়। নাটোরের বাসুদেবপুর ও জয়পুরহাটে একই ধরনের ঘটনা ঘটেছে।
এটা কোনো স্যাবোটাজ নয় বলে জানান জিএম।
আরও পড়ুন: রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো- এ কোন রাজনীতি: তথ্যমন্ত্রী