জেলা আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে তার এই জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
এর আগে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় রবিবার সকালে পশ্চিম তল্লা নিজ এলাকা থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি। পরে আদালতে মঞ্জুর হওয়া দুদিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে পুনরায় তাকে আদালতে হাজির করা হয়।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা মোবারক হোসেনের পক্ষে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। পরে জবানবন্দি প্রদান শেষে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানান, মসজিদে বিদ্যুতের অবৈধ সংযোগ স্পার্ক করে জমাট বেঁধে থাকা গ্যাসের মিশ্রণ থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটেছিল। বিদ্যুতের অবৈধ সংযোগ প্রদানের কাজটি করেছিল এই মোবারক হোসেন। আদালতে দেয়া জবানবন্দিতে সে তার দোষ স্বীকার করেছে।
এদিকে এই মামলায় তিতাসের ৪ কর্মকর্তাসহ গ্রেপ্তার আটজনের দুই দিনের রিমান্ড শেষে সোমবার আদালত তাদের জামিন মঞ্জুর করলে আসামিরা কারামুক্ত হন।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় এশার নামাজের সময় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন।