ফেনীতে নিখোঁজের চার দিন পর আহনাফ আল মাইন নিশাত (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফেনী মডেল থানার পুলিশ। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু নিশাত ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
গ্রেপ্তাররা হলেন- আশরাফ হোসেন তুষার (২০), মো. মোবারক হোসেন ওয়াশিম (২০) ও ওমর ফারুক (২০)।
আরও পড়ুন: নিখোঁজের এক দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গত সোমবার ফেনীর একাডেমি এলাকার আতিকুল আলম সড়ক থেকে প্রাইভেট পড়ে আর বাসায় ফিরেনি নিশাত। নিখোঁজের পর থেকে নিশাতের বাবা মাইন উদ্দিন সোহাগের কাছে একটি নম্বর থেকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ চায়।
মাইন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েক জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আশরাফ হোসেন তুষার নামে একজনকে আটক করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। স্কুল ব্যাগে পাথর ঢুকিয়ে শরীরের সঙ্গে বেঁধে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত থাকায় মো. মোবারক হোসেন ওয়াশিম ও ওমর ফারুক নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে।
ওসি জানান, শিশু আহনাফ নিশাতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।