আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মোকছেদ আলীর পরিবারকে নবনির্মিত দুর্যোগ সহনীয় ঘর হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সদর উপজেলার কচুবাড়ি- কৃষ্টপুর গ্রামের মকসেদ আলীর স্ত্রী জাহেদা বেওয়ার হাতে ঘরের চাবি তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, মোকসেদ আলীর স্ত্রী জাহেদা বেওয়া প্রমুখ বক্তব্য দেন।
ঘরটি ২ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। মোকছেদ আলীর সমাধিস্থল পাকাকরণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।
প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে নিরক্ষরমুক্ত গ্রাম ঘোষণা করা হয়। গ্রামটিকে নিরক্ষরমুক্ত করার আন্দোলনের নেতৃত্ব দেন মরহুম মোকছেদ আলী। ১৯৭২ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই গ্রামকে নিরক্ষরমুক্ত ঘোষণা করেন ও মোকছেসেদ আলীকে পুরস্কৃত করেন। ২০০৭ সালে মোকছেদ আলী মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পড়ে।