খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে অতিরিক্ত খাদ্য আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মন্ত্রীসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘ইতোমধ্যেই পাঁচটি দেশের সঙ্গে খাদ্য আমদানি চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন শুধু এর ওপর নির্ভর না করে বিকল্প হিসেবে আরও কয়েকটি উৎসকে প্রস্তুত রাখতে হবে যাতে শেষ মূহুর্তে কোনো জটিলতা না হয়।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘এছাড়াও, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারত থেকে আমদানি করা হচ্ছে। রাশিয়া থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই, আমরা চেক করেছি। প্রয়োজনে অনান্য দেশ থেকে আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আরও পড়ুন:রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত জয় ও দেশের জনগণের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে এই মুহুর্তে দেশে ১৯ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। নভেম্বরে বিশ্বে যে খাদ্য ঘাটতির শঙ্কা আছে, তাতে অনেক কমফোর্টেবল অবস্থায় আমরা আছি।’
আরও পড়ুন:বাংলাদেশ একটি আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলছে: প্রধানমন্ত্রী
‘আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা যায়, বাংলাদেশ-ভারত সেটাই করছে’: এএনআইকে প্রধানমন্ত্রী